নরসিংদীর রায়পুরায় জনদুর্ভোগ নিরসন অভিযানে ৫ পরিবহনের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর এলাকার শ্রীরামপুর রেলগেইটে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো সাজ্জাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
সাথে উপস্থিত ছিলেন রায়পুরা থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স এ সময় সার্বক্ষনিক সহযোগিতা করেন।
উপজেলা সূত্রে জানা যায়, পৌর এলাকার যানজটে জনদুর্ভোগ নিরসনে ট্রাক, ট্রাকটর লরি, কাভার্ডভেনসহ বিভিন্ন বাড়ি যানবাহন সকাল ৮ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করে ইতি মধ্যে পরিপত্র জারি করা হয়েছে। এরি অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করে হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো সাজ্জাত হোসেন। এসময় বিভিন্ন কারণে ৫ টি পরিবহনের মালিককে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো সাজ্জাত হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজগর হোসেন এর নির্দেশনায় আজ প্রথমে সচেতনতামূলক অভিযান পরিচালনা করি। এ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।