চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মুদি ব্যবসায়ী মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে উদ্ধার করা মরদেহগুলোর শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার মধ্যম সোনাপুর এলাকার মোস্তাফা সওদাগর (৭০), তার স্ত্রী জেসমিন আক্তার (৫৫) ও মেজ ছেলে আহমেদ হোসেন (২৫)।
বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ আবু সাঈদ।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ এ বিষয়ে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভিতর মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি।
তিনি বলেন, তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
লাবীব আব্দুল্লাহ আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।