নরসিংদীর রায়পুরায় উত্তরবাখর নগর ইউনিয়নে রতনপুর গ্রামে মসজিদের পূর্ণনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন।
শুক্রবার(১৫ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় আলোচনা সভায় উত্তরবাখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো নূরুল ইসলাম নুরু চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো হারুন অর রশিদ,উদ্বোধক মো হারুন অর রশিদ, আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসান আলী ডিলার ও মো হাবিব উল্লাহ, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স নরসিংদী জুনের ম্যানেজার মো ওমর ফারুক,
পরে বিকেলে উপস্থিত অতিথিবৃন্ত স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে ভিত্তি প্রস্তর স্হাপন করেন।
জানা যায়, রতনপুর গ্রামের ১৯৮০ সালে প্রতিষ্ঠিত দীর্ঘদিনের পুরোনো জরাজীর্ণ মসজিদটি ভেঙে তিন তলা বিশিষ্ট ভবন পূর্নিমারনের উদ্যোগ নেয় স্হানীয় এলাকাবাসী। নিজ অর্থায়নে নির্মান কাজ শুরু হয়েছে।
বাসিন্দা শেমল মিয়া বলেন, ঐতিহ্য সম্বলিত মসজিদটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় গ্রামের মানুষ খুব কষ্ট করে ইবাদত পালন করে আসছিলো। মাত্র ৫ লাখ টাকায় কাজ হাতে নিয়েছি। সম্পুর্ন নির্মাণে ৪০ থেকে ৪৫ লাখ টাকা ব্যায়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু গ্রামের গরীব এলাকায় কি করে এত টাকা সংগ্রহ করব? আল্লাহ রাস্তায় বিত্তবান দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানাই। সহযোগিতায় যোগাযোগ করতে পারেন ০১৭৯৩৮৪৬৭১১ নাম্বারে।