ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য হিসাবে সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাস করি। সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে সম্প্রতি বন্টন করার উদ্দেশ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে পূজামন্ডব পরিদর্শন করেছি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌর এলাকায় ২৫টি পূজামন্ডবে তার পক্ষে নগদ অর্থ বিতরণের সময় মুঠোফোনে এসব কথা বলেন তিনি। ছাত্রদল সম্পাদক শ্যাললের নিদের্শে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে অর্থ তুলে দেন নরসিংদী জেলা ও উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা পৌর (৪নং ওয়ার্ড) কাউন্সিলর হাফিজুর রহমান ভুট্টো, সাবেক উপজেলা ছাত্রদল নেতা সুমন রাহাত ফকির, এ্যাডভোকেট সোহান উল্লাহ, সাইফুল ইসলাম, মো. রুবেল মিয়া, আশিষ কুমার শীল, ওয়াহিদুজ্জামান, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শফিকুল প্রধান রুবেল, সদস্য সোহেল রানা, ওবাইদুল্লাহ রুবেল, মো. জামির, রাজিব খান, নরসিংদী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা শরীফ, শাহিন আহামেদ, কাইয়ূম, রায়পুরা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক সুলতান আহমেদ টিপু, যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম পলাশ, পৌর ছাত্রদলের আহবায়ক প্রার্থী মো. সৌরভ, রাসেল চৌধুরী, ইমন, নুরুজ্জামান, ইমরান, সামসুল ইসলাম প্রমুখ।