সুস্থ দেহ সুন্দর মন,ক্রীড়া-ই-করে আনায়ন। এ স্লোগান ধারন করে নরসিংদীর বেলাবতে উজিলাব যুব ক্রীড়াঙ্গন পরিষদের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ই অক্টোবর) বিকালে উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব বাজারস্থ উজিলাব ক্রীড়াঙ্গন পরিষদের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ নিরব মাহমুদ রিপন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইসলাম উদ্দিন, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক মোঃ সজীব মিয়া, বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রাসেল ভূইঁয়াসহ সংগঠনের সদস্য বৃন্দ। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ফ্রি ফয়ার, মোবাইল গেইম, এবং মাদকমুক্ত সমাজ বিনির্মানই উক্ত সংগঠনের মূল কাজ বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা নিরব মাহমুদ রিপন।শিক্ষিত ও সচেতন মহলের সু-পরামর্শে দক্ষ খেলোয়াড় তৈরী করতে পারবে এ ক্রীড়াঙ্গন পরিষদ এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। প্রবাসী মোঃ আল-আমিনকে সভাপতি এবং নৌবাহিনীর কর্মরত মোঃ জুয়েল মাহমুদকে সাধারন সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।