কুমিল্লা, চট্টগ্রাম, চৌমুহনীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপ ও মন্দিরে হামলা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে নরসিংদীতে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে নরসিংদী জেলা শহরের প্রধান সড়কে শ্রীশ্রী ভাগবত আশ্রমের (জয় দয়াময়) সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তাগণ এ বর্বরোচিত ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মনোভাব ছিলনা বলেই এ বছর পূজামন্ডপগুলোতে আগের মত পুলিশ মোতায়েন করেননি। এতে প্রতিয়মান হয় যে সরকারের উচ্চ পর্যায়ের কোনো না কোনো মহল এ ঘটনায় জড়িত থাকতে পারে। আমরা সরকারের নিকট দাবী জানায় তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শান্তি দেয়া হোক, যাতে এমন ঘটনার পূনরাবৃত্তি না ঘটে।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনীল চন্দ্র ঘোষ, পূজা উদযাপন কমিটির সদস্য ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, উদযাপন কমিটির সদস্য শ্যামল সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য তপন কুমার আচার্য্য, সেন্টু সাহা, নরসিংদী শহর পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার মোদক, শিবপুর পূজা কমিটির সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখ। মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।