আসছে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকেই নরসিংদীতে ইউনিয়নে নির্বাচনে বাতাস বইতে শুরু করেছে।
৩য় দফার নির্বাচনে নরসিংদী সদর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর। ইতিমধ্যেই সদরের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে। শনিবার (১৬ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার করিমপুর এবং নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ১ এর সাংসদ নজরুল ইসলাম হিরু এমপি। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন ভুইয়া, জেলা ওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান আজিম প্রমূখ।
নজরুল ইসলাম হিরু প্রধান অতিথির বক্তব্যে বলেন তৃনমূল যাকে সমর্থন দিবে আমরা তার নাম নেত্রীর বরাবর পাঠাবো। মাননীয় নেত্রী যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবে। তার পক্ষ হয়ে আমরা নির্বাচন করবো।
এ সময় নজরপুর ইউনিয়ন থেকে সাত জন ও করিমপুর ইউনিয়ন থেকে তিন জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।