নারায়ণগঞ্জে ফুটপাতে দোকান নিয়ে দ্বন্দ্বে যুবায়ের (১৭) নামের এক যুবক হত্যার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ৩টা পর্যন্ত নিহতের মা সহ স্বজনদের থানায় বসিয়ে রেখেও মামলা নেয়নি পুলিশ। মামলায় হকার নেতা আসাদুল্লাহকে আসামি করায় ওসি মামলা গ্রহণে তালবাহানা করেছেন।
পরে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে মরদেহ এনে মামলা গ্রহণ ও খুনিদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে আসি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে শহরের সাধু পৌল এলাকায় ফুটপাতে দোকান দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।