১৯৪৫ সালের ১৬ অক্টোবর আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এফ এ ও এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে সারাবিশ্বের সাথে বাংলাদেশেও সরকারিভাবে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। পাশাপাশি পালিত হলো জাতীয় ইঁদুর নিধন অভিযান। এ উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক-কৃষাণী। অনুষ্ঠান শেষে দর্শনার্থীরা বিভিন্ন ইঁদুর, ইঁদুর মারার ফাঁদ ও সমন্বিত পদ্ধতি পরিদর্শন করেন।