তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিলভূক্ত হয়েছে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে ৭জন। এর মাঝে এক গ্রামের ৪জন প্রার্থী থাকায় নজরপুর ইউনিয়ন রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্থানীয়রা জানান, শহরের অতি নিকটে হওয়ায় এখানে রাজনীতি চলে শহর কেন্দ্রীক তা ইউনিয়ন থেকে আলাদা।
নজরপুর ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি হিসেবে গত ১৬ অক্টোবর নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর সাংসদ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক, এমপি। বর্ধিত সভার মাধ্যমে নৌকার মাঝি হতে আবেদন করেছেন, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাদল সরকার, সাধারণ সম্পাদক সাইফুল হক স্বপন, সাবেক সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, নরসিংদী জেলা শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম জহির, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এড. রিফাতুজ্জামান রিফাত, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন ও বাহার উদ্দীন সরকার।