নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আলফাজ উদ্দিন মিঠুকে আহবায়ক, খালিদ হেসেন নাহিদকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও নুর আহমেদ চৌধুরীকে (মানিক) সদস্যসচিব করে রায়পুরা উপজেলা এবং সাইফুল ইসলাম সোহেলকে আহবায়ক, মো. সাইফুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও এস এম সুমন নেওয়াকে সদস্য সচিব করে রায়পুরা পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার (১৩ অক্টেবর) কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে কেন্দ্রী যুবদলের প্রধান কার্যালয়ে যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় সভায় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক বলেন, এই দুঃসময়ে কমিটি ঘোষণা করায় দলের হাইকন্ডারের নেতাদের অভিনন্দন জানাই। দলের যে কোন কর্মসূচী স্বতঃস্ফূর্ত ভাবে পালন করার চেষ্টা করব। প্রতিটি আন্দোলন ও সংগ্রাম আগের চেয়ে আরো বেগবান হবে বলে জানান তিনি।