জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নষ্করের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক শফিউল আলম শফিক, তথ্য সম্পাদক সাই মজুমদারসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নষ্কর বলেন, ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে স্বাধীনতা বিরোধীরা রামরাজত্ব কায়েম করেছিল। এসময় তারা ছোট্ট শিশু শেখ রাসেলকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। স্বাধীনতা বিরোধীদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর পরিবারকে নেতৃত্বশূন্য করা।