জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। এদিনকে শেখ রাছেল দিবস ঘোষনা করেছে সরকার। এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সারাদেশের ন্যায় নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে দিবসটি। শেখ রাছেল দিবস ও জন্মদিন উপলক্ষে জেলা/উপজেলা ও পুলিশ প্রশাসন সহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে শেখ রাছেল প্রতিকৃতিতে।
সকাল ৭টায় শেখ রাসেল শেখ রাছেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া সরকারী/বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক গুলো সংগঠন শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেছে।
এর মাঝে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল সাড়ে ৯টায় শিশু একাডেমিতে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।