কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নরসিংদীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে জেলা ও শহর আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে শহরের গোলাপ চত্বর, বড় বাজার ও নরসিংদী স্বাধানীতা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সম্প্রীতির সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
এছাড়া নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদর থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল বারেক, পবিত্র রঞ্জন দাস মহাদেব সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ। এদেশে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা, হত্যা, অগ্নিসংযোগ দিয়েছেন এবং দেশে অশান্তি সৃষ্টি করছে। আওয়ামী লীগ এসব ষড়যন্ত্রকারী, খুনি ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিটি জায়গায় অবস্থান নিবে।