নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকচাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম জনি বেসরকারি টিভি চ্যানেল এস-টিভির ফতুল্লা প্রতিনিধি ছিলেন। জনি ইসদাইরের গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় তিনি দুর্ঘটনায় পড়েন বলে ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান জানান।
ওসি বলেন, রাতে মটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি সিমেন্টবাহী ট্রাক জনিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি ফতুল্লা থানার ওসি জানান।