নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় ড্রেন খননের সময় দেয়াল ধসে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পৌর এলাকার শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আলী।
আহতরা হলেন, রায়পুরা পৌর এলাকার বালুয়াকান্দা গ্রামের মরম মিয়ার ছেলে জালাল উদ্দিন (৪২) ও কান্দাপাড়া গ্রামের পানাউল্লাহর ছেলে নবী মিয়া (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার শ্রীরামপুরে ড্রেন খননের সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে ওই দুই শ্রমিক আহত হয়। পরে খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ওই দুই শ্রমিকের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রায়পুরা পৌর কাউন্সিলর রমজান আলী জানান, এ ঘটনায় দুইজন শ্রমিক সামান্য আঘাত পেয়েছে শুনেছি। স্থানীয় আশরাফুল আজিজ নামে এক ব্যক্তির বাড়ির দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। পরে আর শ্রমিকদের খবর নিতে পারিনি।