সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) “সাম্প্রদায়িক সন্ত্রাস- রুখে দাঁড়াও বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগে শান্তি ও সম্প্রীতির শোভাযাত্রা ঘোষনা করা হয়।
এতে কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সহ-সভাপতি শামসুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, যুবলীগকর্মী জাকারিয়া সহ জেলা/উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন। পরে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ের সামনে পৌঁছান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে এ শোভাযাত্রার সামিল হয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সেখানে সমাবেশে অংশ নেন নরসিংদী জেলা যুবলীগের নেতাকর্মীরা।