নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে মটরসাইকেল দুর্ঘটনায় এক সরকারি চাকুরিজীবী মারা গেছেন। বৃস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতর নাম মোশারফ হোসেন ওরফে বাবুল (৫৫)। তিনি বিসিক নরসিংদী জেলা অফিসের সম্প্রসারণ কর্মকর্তা ছিলেন। মনোহরদী উপজেলার লেবুতলা গ্রামের মৃত: হেলাল উদ্দিন এর ছেলে। পরিবারে এক ছেলে ও মেয়ে রয়েছেন।
স্বজন ও বিসিক সহকর্মীরা জানান, বৃহস্পতিবার কাজ শেষে সন্ধ্যা লগ্নে বাড়ি ফেরার পথে সৈয়দনগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। পরে ঢাকা নেয়ার পথে তিনি মারাযান।
হাইওয়ে পুলিশ সামসুল আলম জানান, উপজেলার সৈয়দনগর এলাকায় দুর্ঘটনার শিকার হলে প্রথমে নরসিংদী সদর নেয়া হয়। পরে মোশারফ হোসেনকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ কর্তব্যরত চিকিৎসক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।