নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সহধর্মিণী প্রয়াত জাহানারা কাঞ্চন এর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে এ কর্মসূচি পালন করেন নরসিংদী জেলা শাখা নিরাপদ সড়কচাই (নিসচা)। শুক্রবার বাদ আছর নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মারকাযুল কোরআন ইসলামিয়া মাদরাসায় এতিম শিশু, কোরআন এ হাফেজ মাওলানা সহ এতে অংশ নেন নরসিংদী জেলা শাখা নিসচার সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন ভূইয়া সোহাগ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফয়সাল সরকারের, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক ইমরুল শাহীন প্রমূখ।
এ সভার পূর্বে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সরাসরি ভিডিও বক্তব্য শুনেন নিসচার কর্মীরা। পরে আলোচনা সভা শেষে জাহানারা কাঞ্চনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।