নরসিংদীতে জাঁকজমক ভাবে বিশ্ব পলিও দিবস পাতিল হয়। আজ সকাল ১০ টায় নরসিংদী রোটারী ক্লাব মেঘনা জোনের আয়োজনে বিশ্ব পলিও দিবস উপলক্ষে নরসিংদী পৌরসভা থেকে আওয়ামীলীগ অফিস পর্যন্ত রাস্তায় বর্ণাঢ্য র্যালীর বের করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী পৌর মেয়র আমজাত হোসেন বাচ্চু, রোটারিয়ান জিয়াউর রহমান, রোটারিয়ান রাসেল বিন হাসানাত, রোটারিয়ান বেলায়েত হোসেন সহ সকল ক্লাবের রোটারিয়ান সদস্যবৃন্দ।
এই সময় আরো উপস্থিত ছিলেন রোটারেক্ট ডি আর আর আলামিন সজিব, রোটারেক্ট রায়হান খান, রোটারেক্ট ফাহিম সাদেক সৌরভ, রোটারেক্ট সবুজ রোটারেক্ট হোসাইন লিটন সহ সকল নরসিংদীর সকল ক্লাবের রোটারেক্ট ও ইন্টারেক্ট সদস্য বৃন্দ।