নরসিংদী রেল স্টেশনে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (পারাবত) ট্রেনটি স্টেশন অতিক্রম করছিলো। এসময় ওই যুবক রেল সড়ক পারাপার হচ্ছিল। পরে দ্রুতগামী ট্রেনটির ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলেই মারাযায় ওই যুবক।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, স্টেশনে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতর সাথে থাকা মুঠোফোনে পরিচয় সনাক্ত করা হয়েছে।
তবে স্টেশনের কয়েকজন যুবক তাকে রাত্রিযাপন করতে দেখেছে এ স্টেশনে।
নিহতর নাম বাদল (৩৫) তার বাবার নাম মো. মোরশেদ আলী। সে কিশোরগঞ্জ সদরের বাসিন্দা। গত সাতদিন আগে বাসা থেকে বের হয়ে আসে বাদল। নিহত বাদলের স্বজনরা এসব তথ্য জানান। তবে রাত ১২টা পর্যন্ত নিহতর কোন স্বজন ঘটনাস্থলে আসেনি।
নিহত বাদলের মরদেহটি রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবার সদস্যরা কেউ আসলে আইনি পক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।