সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ এর প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা হাসপাতাল এর জরুরী বিভাগের সামনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নরসিংদী জেলা শাখা আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম, নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা. শীতল চৌধুরী, বিএমএ নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. মো: মোজাম্মেল হক কমল ও সাধারণ সম্পাদক ডা. মো: সাজেদুল হক অপু, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আবু কাউসার সুমন সহ অন্যান্য ডাক্তারবৃন্দ।