সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির উদ্দ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করে দলটি। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ হয়। আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় নয়াপল্টন থেকে বিএনপির ২৫-৩০ নেতাকর্মীকে আটক করে হয়েছে।
সকাল থেকেই দলটির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তবে বিক্ষোভ সমাবেশ শুরু আগেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।