রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার(২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৮ মিনিটে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক। তিনি জানান ৩৮ নম্বর ভবনটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রন আনতে কাজ করেন। কেন বা কীভাবে এ আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এমনকি, ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি বলে জানান রাফি আল ফারুক।