কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০ অক্টোবর) নরসিংদী পুলিশ লাইনে ড্রীল শেডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইয়া রাখিল।
কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায় মাধবদী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জাকির হোসেন ও নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক শাহিন চৌধুরী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় জেলার বিভিন্ন ইউনিটের কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগণ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।