নওগাঁর শেরপুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টা বাড়ির কাছের পুকুরে নেমে ৩ মেয়ে শিশু এবং এক ছেলে পানির নিচে তলিয়ে যায়।
নিহতরা হলেন─ সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ৪ জন পুকুরে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। একসঙ্গে তারা ৬ জন ছিল। এদের মধ্যে ২ জন পুকুরে না নেমে বাড়িতে চলে যায়। আর বাকি ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।