সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘরে ঘরে পুলিশ দেয়া সম্ভব নয়। অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণকে আরও সচেতন হতে হবে।
সাইবার ক্রাইম বাড়ছে উল্লেখ করে, তা নিয়ন্ত্রণে সাইবার ইউনিটের পরিসর আরো বড় করার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনার কারণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়লেও সব বাধা অতিক্রম করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এগিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয় বলে জঙ্গিবাদের শেকড় গভীরে যেতে পারে না। ভীতি ও অপরাধমুক্ত সমাজ তৈরিতে পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন বলেও মন্তব্য করেন আইজিপি।