বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নব নির্বাচিত কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১ নভেম্বর) বিকেলে পুরনো পল্টন দারুস সালাম আর্কেটের ১২ তলায় একটি সভা কক্ষে ইন্দো বাংলা জার্নালিস্ট ফোরাম (আইবিজেএফ)’র আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
ইন্দো বাংলা জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ, টি, এম মমতাজুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক যুগ্ম-সচিব মশিউর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাত আলম খান তপু, ইন্দো বাংলা জার্নালিস্ট ফোরাম যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাদি, কোষাধ্যক্ষ নাসরিন গিতি, সদস্য শাপলা রহমান, সুরাইয়া মনি, প্রদীব পাল, আব্দুল আল মোহন, বাসকপ সাধারণ সম্পাদক জি,এম,মজিবুর রহমান প্রমূখ।
এ সংবর্ধনা অনুষ্ঠানে, দেশের বৃহত্তর সাংবাদিকদের সার্থে কর্মসূচী পাশাপাশি সাংবাদিকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব দেয়া হয়।