নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যাকাণ্ডের দশ বছর আজ ১ নভেম্বর। ২০১১ সালের এই দিনে দলীয় কার্যালয়ে তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ উপলক্ষে লোকমান স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাত ১২টা ১ মিটিনিটে এ কর্মসূচী পালন করেন জনবন্ধু শহীদ লোকমান পরিষদ ও তার বক্তরা।
মোমবাতি প্রজ্জ্বলন, লোকমান খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মৃতিস্তম্ভে পুষ্প শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এছাড়া, লোকমান হোসেনের ১০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছেন জনবন্ধু শহীদ লোকমান পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত লোকমান হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, গণভোজসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।