চলতি রবি মৌসুমে নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত ২৮৮০ জন কৃষকের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান, সিনিয়র মৎস কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া, সহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর চলতি রবি মৌসুমে উপজেলার ১৯৫জন গমচাষী, ৩৯০জন ভূট্টাচাষী, ৯১০ জন সরিষাচাষী, ৩৫ জন সূর্যমুখীচাষী, ২৮৫ জন চিনা বাদামচাষী, ৪০ জন শীতকালীন পেঁয়াজচাষী ও ২৫ জন মুগ, মসুর ও খেসারিচাষীকে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে রাসায়নিক সার ও সরিষা বীজ প্রদান করা হয়েছে।