পদ্মা নদীতে ১৪টি পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান নিয়ে একাংশ তলিয়ে যাওয়া রো রো ফেরি আমানত শাহকে তোলা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ পদ্মা নদী থেকে তোলা হয়েছে বলে বিআইডব্লিউটিএর প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিআইডব্লিউটিএ ও বেসরকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ যৌথভাবে পাটুরিয়ার পদ্মা নদীতে একাংশ ডুবে থাকা ফেরি আমানত শাহকে তুলতে সক্ষম হয়েছে। এখন ফেরির ভেতরের অংশের বিভিন্ন স্থানে পানি অপসারণের কাজ চলছে।
জেনুইন কোম্পানির ডুবুরি দলের প্রধান মো.আব্দুর রহমান জানান, ডুবে যাওয়া ফেরিটি তুলে সোজা করা হবে। এরপর ফেরির মধ্যে থাকা পানি সেচে খালি করে কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হবে। পরে জেনুইন এন্টারপ্রাইজ কোম্পানি বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ফেরিটি বুঝিয়ে দিবেন।
জেনুইন কোম্পানির ম্যানেজার অজয় দেব নাথ জানান, সকালে জেনুইনের পাঁচটি উইন্স বার্জে থাকা তিন, চার ও পাঁচ ইঞ্চি তার ফেরির সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে মেশিন। জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড এ কোম্পানির ৪০ জন কর্মী ফেরি উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর যানবাহন নিয়ে পাঁচ নম্বর ফেরি ঘাটে কাত হযে ডুবে যায়। পরে ফেরিটি তুলতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা ব্যর্থ হয়। পরে ফেরিটি তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে মৌখিক চুক্তি করে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড এর সঙ্গে।