মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারি গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়।
নিহত দুজন হলেন জাহারুল ইসলাম ও সাহারুল ইসলাম। তাদের বাবার নাম বাদশা মিয়া।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান নির্বাচনী সহিংসতায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
জানা গেছে, মাইলমারি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে সকাল সাড়ে ৯টার দিকে ভোট চাওয়া কেন্দ্র করে ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।