1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে ১২ ইউপিতে প্রস্তুতি শেষে ভোট গ্রহণ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৬২ পাঠক

দ্বিতীয় ধাপে নরসিংদী সদরে দুটি ও রায়পুরা উপজেলায় ১০টি সহ মোট ১২ ইউনিয়ন পরিষদে নির্বাচনী প্রস্তুতি সম্পপ্ন করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে থেকে নরসিংদী সদর ও রায়পুরা উপজেলা ইউনিয়ন গুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর মধ্য দিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান, নরসিংদী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন। আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে আর বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১২টি ইউনিয়ন পরিষদে ব্যালট পেপার এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই উপজেলায় ১১৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫২৭ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর মোট ভোটার রয়েছে প্রায় ১ লাখ ৯১ হাজার ৭০৬ জন। ১২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৪ জন নারী সংরক্ষিত ১৩১ জন ও সদস্যপদে ৩৫২ জন।
নরসিংদী নরসিংদী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আগামীকাল সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতে পাশাপাশি, ১০ প্লাটুন বিজিব, র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটার অধীকার প্রয়োগ করতে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD