নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলি চাপায় নদী আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নদী আক্তার কাজীচর গ্রামের মো: নবী হোসেনের মেয়ে। দুর্ঘটনার পর ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে কাজীচর গ্রামে ঘাতক ট্রলিটি হামিদুল্লাহর বালুর আড়ত থেকে বালু নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটিকে জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায়। এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘনার পর ট্রলিচালক পালিয়ে যায়। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।