“মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি” এই শ্লাগানকে সামনে রেখে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এই অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মূল্যবোধের অবক্ষয় এবং জঙ্গীবাদ, মাদকাসক্তের বিরুদ্ধে সংস্কৃতি বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক ও জেলা কালচারাল কর্মকর্তা শায়েলা খাতুন।
এসময় বক্তারা বলেন, আজ দেশে সুস্থ্য সংস্কৃতি হারাতে বসেছে। ভিনদেশী সংস্কৃতির আগ্রাসন আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংশ করে দিচ্ছে প্রায়। যারফলে আজ মানবজাতির মধ্যে প্রকৃত মূল্যবোধের অবক্ষয় ঘটছে। যেখানে একটি শিশু ঘুম থেকে উঠে দেশীয় কৃষ্টিকালচার নিয়ে ব্যস্ত থাকার কথা সেখানে আমরা দেখছি ভিনদেশী সংস্কৃতি নিয়ে সে ব্যস্ত থাকছে। এই অবস্তা থেকে আমাদের বেড়িয়ে আসছে হবে। দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে হবে। জাগ্রত করতে হবে মূল্যবোধকে। যেখানে মানুষে মানুষে মারামারি, হত্যা, টেটাযুদ্ধ, ভোটযুদ্ধ করে ভোটারের অধিকার হরণ করা হয়। এগুলো কখনো হতোনা যদি তারমধ্যে প্রকৃত মূল্যবোধ থাকতো। আজ দেশে মাদকাসক্তের সয়লাভ হয়ে গেছে। যেখানে আগে ইয়াবা, গাজা দুষ্প্রাপ্য ছিলো সেখানে আজ হাত বাড়ালেই মেলে এসব মাদকদ্রব্য। এসকল বিষয়গুলো মূল্যবোধ অবক্ষনের অন্যতম কারণ। আর দেশীয় সংস্কৃতিই মূল্যবোধ অবক্ষয় রোধে ভূমিকা রাকতে।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়।