আড়াইহাজার উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহীদ মঞ্জুর স্টেডিয়ামে দুই কৃষকের হাতে দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম ভ‚ইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী প্রমুখ।
এ সময় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, কৃষকরা যাতে করে অতি সহজে ও কম খরছে তাদের সোনালী ফসল গোয়ালে তুলতে পারেন এ জন্য ভতুর্কি দিয়ে ধান কাটার কম্পাইন হারভেস্টার মেশিন দিচ্ছে সরকার। যা দিয়ে দ্রুত সময়ের মধ্যে অনেকগুলো জমির ধান কাটা সম্ভব।