টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ─ উপজেলার রুহলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) এবং মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক।
এবিষয় ভূঞাপুর থানার (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা পরিবহন শ্রমিক বলে জানা গেছে।