নরসিংদীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে নরসিংদী ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন, যুগ্ম সম্পাদক আমিনুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক, মো: হারুন অর রশিদ হারুন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ বাশার বাচ্চু। এ সময় সমিতির আন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ এবং আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আগে হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। এতে সমিতির কর্মকর্তা ও আজীবন সদস্যরা অংশগ্রহণ করেন। বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে আজীবনের জন্য টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত এক শিশুর ডায়াবেটিক পরীক্ষা সারা জীবনের জন্য ফ্রি করে দেয়া হয়।