কার নামে পরিচিতি হবে
ভাবো তো ইনসান;
কর্মে সম্মান কর্মে মহান
কর্মেই হও আগুয়ান!
মায়ের নামে ভাগ্যমান,
বাবার নামে ধনবান;
স্ত্রীর পরিচয়ে ধীমান,
দাদায় বংশীয় শ্রীমান!
সন্তানের নামে বুদ্ধিমান ,
শ্বশুরের নামে ম্রিয়মান!
অন্যের নামে হনুমান,
নেতার নামে তৈলমান!
পরদেশী সদা বেমানান!
পাতানো সম্পর্ক ঠুনকো মান
শিকড়হীন কচুরিপানা
স্রোতের তোড়ে ভাসমান!
অর্থের পরিচয়
সদা ক্ষয়িষ্ণুমান!
জ্ঞানের পরিচয়ে
চির গরীয়ান!
নিজের নামেই অংশুমান,
বুঝলেন কিছু ধীমান?
সদা আপন পরিচয়ে
আপনি হন বলীয়ান!
আপন পরিচয়
সাহিত্য কণা
এ কে সরকার শাওন
জাবি ক্যাম্পাস, সাভার, ঢাকা।
১৪ অক্টোবর ২০২১