বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে হত্যাকারী সাইফুল ইসলাম ও হত্যার পরিকল্পনাকারী জাকির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শহীদের কাছ থেকে ধার নেয়া ১২ লাখ টাকা ফেরত না দিতেই তাকে খুন করা হয় বলে জানিয়েছে র্যাব। সোমবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, জাকির হোসেন এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তিনি আনোয়ার শহীদকে খুন করে দিনাজপুরে পালিয়ে যান।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘ঘটনার পর সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে র্যাবও ছায়া তদন্ত শুরু করে। এর পরই মূলত জাকিরসহ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করা।’
গত ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানার শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তার মৃত্যু হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আনোয়ার শাহীদ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বাসা মিরপুর হলেও একজন ফোন করলে তিনি কল্যাণপুর যান। শ্যামলীতে হানিফ কাউন্টারের কাছে পৌঁছামাত্র অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।