আধুনিক বিশ্বের সঙ্গে তালমিলিয়ে সব উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। সংসদ নেতা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে বাংলাদেশ যাতে তালমিলিয়ে চলতে পারে সেটি মাথায় রেখেই সব উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে। গেল এক দশকে পরিবর্তিত বাংলাদেশ আজ বিশ্ব স্বীকৃত। সাম্প্রতিক বিদেশ সফরের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে করোনা মোকাবেলায় আমাদের যে সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমি এটাও বলে এসেছি, আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলো আছে, সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে। তিনি বলেন, আমাদেরকে সুযোগ দিলে আমরা টিকা উৎপাদন করব। আমরা সেটি বিশ্বেও দিতে পারব। সে সক্ষমতা আমাদের আছে। জমিও নিয়ে রেখেছি। এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি।