কম্পিউটার সাইন্সে পড়ুয়া মেয়েদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে গুগল। ‘জেনারেশন গুগল স্কলারশিপ: ফর উইমেন ইন কম্পিউটার সাইন্স’ নামক একটি প্রকল্পের অধীনে এই স্কলারশিপ দেওয়া হবে। কম্পিউটার সাইন্সে পড়ুয়া সব মেয়েদেরকে আবেদন করতে উৎসাহ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আবেদনের কিছু যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে গুগল। এগুলো হলো:
১. ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি থাকতে হবে।
২. আবেদনের সময়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে ভর্তি থাকতে হবে।
৩. কম্পিউটার সাইন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা এ সম্পর্কিত কোনো বিষয়ের শিক্ষার্থী হতে হবে।
৪. ভালো ফলাফলের অধিকারী হতে হবে।
৫. নেতৃত্বের গুণাবলি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদনের সময়ে নিম্নোক্ত বিষয়াদি উপস্থাপন করতে হবে:
১. সাধারণ তথ্য (যোগাযোগের তথ্য এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য)।
২. বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের তথ্য সংবলিত সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।
৩. বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র।
৪. দু’টি ছোট প্রশ্নের উত্তর। প্রশ্ন দু’টির মাধ্যমে বৈচিত্র্য, সমতা, সামাজিক অন্তর্ভুক্তিকরণ এবং আর্থিক চাহিদার প্রতি শিক্ষার্থীর অঙ্গীকার মূল্যায়ন করা হবে।
৫. প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ১৫ মিনিটের সাক্ষাৎকার।
৬. গুগলের অনলাইন চ্যালেঞ্জ (আবেদনের সময়সীমা শেষ হওয়ার ৫/৭ কর্মদিবসের মধ্যে আমন্ত্রণের লিংক পাঠানো হবে)।
স্কলারশিপটির আর্থিক মূল্যমান এক হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ হাজার টাকা। এই স্কলারশিপটি গুগল মূলত দিচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের কম্পিউটার সাইন্সে পড়ুয়া মেয়েদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, বইখাতা ও অন্যান্য উপকরণ কেনার জন্য।
আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর, ২০২১, রাত ১১:৫৯টা।
বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করুন: https://buildyourfuture.withgoogle.com/scholarships/generation-google-scholarship-apac/