নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ আনুষ্ঠানি কভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।নরসিংদীর জেলা প্রশাসক এবং নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আবু নাইম মোহাম্মদ মারুফ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম মিটিংয়ের মাধ্যমে সংযুক্ত থেকে নির্বাচিত নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নির্বাচনী আপিল বোর্ডের অন্যতম সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রফেসর মোহাম্মদ আলী, সিনিয়র সহকারী কমিশনার ও আর ডি সি শ্যামল চন্দ্র বসাক, প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: হুমায়ূন কবীর শাহ্, বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মাখন দাস ও মো: মাজহারুল পারভেজ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।