নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম তপন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি তার সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।
এসময় তিনি প্রতিদ্বন্ধি প্রার্থী কর্তৃক তার সমর্থদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন।
তিনি বলেন, আমি রাধানগর ইউনিয়নবাসীর ভোটে নির্বাচিত হয়ে বিগত দিনে তাদের কল্যাণে কাজ করেছি। এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। আমি এবারও প্রার্থী হয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী ও সমর্থকরা আমার চশমা প্রতীক সমর্থকদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। চশমা প্রতীকে যারা ভোট দিবে তাদেরকে দেখে নেওয়ার হুমকীও নাকি দেওয়া হচ্ছে। এমতবস্থায় তিনি সুষ্ঠ ভোট গ্রহন নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তাই প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছেন।