নরসিংদীতে গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার উত্তর ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-শিবপুর থানার শাষপুর এলাকার মৃত আব্দুল মালেক মৃধার ছেলে মোঃ জাকির মৃধা (৩২), ও সদর থানার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার মৃত রমজান আলীর স্ত্রী মোছাঃ মিনারা বেগম (৪৫)।
রোববার (২১ নভেম্বর) নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার উত্তর ঘোড়াদিয়ার সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পাশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার নুরুজ্জামান মুন্সির বাড়ী হতে থেকে ০৫ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পরে রোববার তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।