বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নরসিংদীর বাসা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (২২ নভেম্বর) রাতে রিজভী গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশ শেষে কিছু নেতাকর্মী খোকনের বাসায় গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ঘিরে রেখেছে। অবিলম্বে রুহুল কবির রিজভী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানান।