বিশিষ্ট শিক্ষাবিদ কোলকাতা রেশনিং ডিপার্টমেন্টের কন্ট্রোলার ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মছউদের রহমান ২৬ তম মৃত্যু আগামিকাল মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার নাতি বিশিষ্ঠ শিল্পপতি সাফিনা রহমান মরহুমের নিজবাড়ী পলাশের ঘোড়াশাল মিয়াবাড়ীতে কোরআনখানী ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন বলে জানান।