তৃতীয় ধাপে রবিবার (২৮ নভেম্বর) নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৃথকভাবে রায়পুরা সিরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে ও নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ভোট গ্রহণ সুষ্ঠু করতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপার সকলকে নির্দেশনা প্রদান করেন।
রবিবার নরসিংদীর ২২টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এরমধ্যে রায়পুরা উপজেলার ডৌকারচর, আদিয়াবাদ, পলাশতলী, মরজাল, অলিপুরা, চান্দেরকান্দি, রায়পুরা, উত্তর বাখরনগর, রাধানগর, মুছাপুর, মির্জাপুর, মহেষপুর এবং সদর উপজেলার চিনিশপুর, হাজীপুর, করিমপুর, নজরপুর, শিলমান্দি, পাইকারচর, কাঠালিয়া, আমদিয়া, মেহেরপাড়া ও পাঁচদোনা ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।