নরসিংদীর শিবপুরে কয়রা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লিখা মরদেহের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ওই এলাকার আকিল উদ্দিনের বাড়ীর উত্তর পাশে কয়রা নদীতে একটি মরদেহ ভাসছে এ খবর পেয়ে নদী থেকে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিতের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের হতে পারে। সুরতহাল রিপোর্টে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই নারীর গায়ে একটি কালো ছেলোয়ার, লাল রংয়ের জামা ও বাদরী বোকরা ছিল। ৫ থেকে ৭ দিন আগের মরদেহ বলেও পুলিশ ধারণা করছেন পুলিশ।
এবিষয়ে বুধবার সন্ধ্যায় সিটি নিউজ ঢাকাকে শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের কালো চামরা উঠে চেহারা বিকৃত হয়ে গেছে, ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ যানা যাবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পেলে লাশ আঞ্জুমানে দাফনের ব্যবস্থা করা করা হবে।