নরসিংদীর মাধবদীতে অটো রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজের একদিন পর অন্তর মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অন্তর মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামের অটো চালক কামাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে মাধবদী থানার খিলগাঁও গ্রামের দরগাহ বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটো রিকশা চালানোর জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয় অন্তর মিয়া। সর্বশেষ রাত বুধবার ৮টা পর্যন্ত তাকে মাধবদী শহরের দরিপাড়া নামক স্থানে একটি ওয়াজ মাহফিলে অটো রিকশা চালাতে দেখেন স্থানীয়রা। এরপর রাত গভীর হয়ে গেলেও অন্তর আর বাড়ি ফিরেনি। পরে বিভিন্ন স্থানে অটো রিকশাটি ও তাকে খোঁজাখুজির পর না পেয়ে বৃহস্পতিবার দুপুরে মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার।
বৃহস্পতিবার বিকালে গ্রামের পাশে দরগাহ বাড়ি সংলগ্ন বালাপুরগামী সড়কের পাশের ডোবায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করে অন্তরের নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর খবর পেয়ে মাধবদী থানার পুলিশ অন্তরের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সোরতহাল দেখে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সৈয়দুজ্জামান।